বিয়ের দাওয়াত খেতে ইচ্ছা করছে জয়ার!
ঢালিউডের দর্শক নন্দিত অভিনেত্রী জয়া আহসান। তিনি যে শুধু বাংলাদেশেই জনপ্রিয় তা নয়, ওপার বাংলায়ও সমান জনপ্রিয়তা রয়েছে তার। অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সরব এই অভিনেত্রী। ফেসবুক-ইনস্টাগ্রামে নিয়মিত নিজের ছবি শেয়ার করেন ভক্তদের সঙ্গে।
জয়ার বয়স যেন একফ্রেমে বাঁধা। নিত্যনতুন ছবিতে তাই জয়া মুগ্ধ রাখেন নেটিজেনদের। অভিনয় আর নিজের সৌন্দর্য, দুই মিলে দর্শকের মনে রাজ করছেন এই অভিনেত্রী।
৪ ফেব্রুয়ারি শনিবার জয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। যা নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে নেটিজেনদের মাঝে। ওই স্ট্যাটাসে জয়া লেখেন, একটা বিয়ের দাওয়াত খেতে খুব ইচ্ছা করছে। কে কে বিয়ে করছে!
জয়ার স্ট্যাটাসটিতে ১ ঘণ্টায় প্রায় আড়াই হাজারের ওপর রিয়েক্ট পড়েছে। এর মধ্যে হাহা রিয়েক্টই ছিল প্রায় দেড় হাজার। এছাড়া কমেন্টের সংখ্যাও এক হাজারের কাছাকাছি!
এদিকে গত বৃহস্পতিবার দ্বিতীয় দফায় জাতিসংঘ উন্নয়ন সংস্থা ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে নির্বাচিত হয়েছেন জয়া। এর আগে, ২০২১ সালের শেষ দিকে এক বছরের জন্য সংস্থাটির শুভেচ্ছাদূত হন তিনি। পূর্বের চুক্তির মেয়াদ শেষ হলে আবারও দুই বছরের জন্য জয়া আহসানকে শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ করে আন্তর্জাতিক সংস্থাটি।