বিরামপুরে দ্বিতীয় ধাপে শুরু হয়েছে ধান ক্রয় কর্মসূচী

৯৮

দিনাজপুরের বিরামপুরে দ্বিতীয় ধাপে শুরু হয়েছে কৃষকের নিকট হতে সরাসরি ধান কেনা কার্যক্রম।

মঙ্গলবার সকালে বিরামপুর এলএসডি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমত আলী এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, উৎপাদন খরচ থেকে ফসলের বিক্রয় মূল্য কম হওয়ায় হতাশা ছিল কৃষকদের মধ্যে । এজন্য ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি ২৬ টাকা কেজি দরে ধান ক্রয় কার্যক্রম শুরু করেছে। এ কার্যক্রম চলবে আগস্ট মাস পর্যন্ত।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like