বিশ্বে করোনায় মৃত্যু ৫৮ লাখ ছাড়ালো
বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৫৮ লাখ ৯ হাজার ছাড়িয়েছে আর আক্রান্তের সংখ্যা ৪০ কোটি ৬৬ লাখের বেশি।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১১ হাজারের বেশি মানুষ মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা ৫৯ লাখ ৯ হাজার ছাড়িয়েছে। একই সময়ে সংক্রমিত হয়েছেন ২৪ লাখ ৮৮ হাজারের বেশি মানুষ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ কোটি ৬৬ লাখের বেশি।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় আবারো মৃত্যু বেড়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, মেক্সিকো এবং ইতালিসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে।
আর ভাইরাসটিতে সংক্রমিত হয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩২ কোটি ৬৮ লাখের বেশি মানুষ।