বিশ্বে করোনায় মৃত্যু ছাড়ালো ৬০ লাখ ৫১ হাজার

১৮

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে আরও ১৭ লাখ ৯০ হাজার ৫৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময় মৃত্যুবরণ করেছেন ৬ হাজার ৬২১ জন।

শুক্রবার (১১ মার্চ) সকাল ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৫ কোটি ৩৬ লাখ ৩৯ হাজার ২৫১ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৮ কোটি ৭৫ লাখ ৯৩ হাজার ৪৯ জন। আর মৃত্যুবরণ করেছেন ৬০ লাখ ৫১ হাজার ৭৯ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১১ লাখ ৮ হাজার ৭৮৬ জন। এছাড়া মোট ৯ লাখ ৯১ হাজার ২৬০ জনের মৃত্যু হয়েছে।

You might also like