বিশ্ব পরিস্থিতির কারণে সয়াবিন তেলের দাম বাড়ছে: কৃষিমন্ত্রী

১১

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার বাজার মনিটরিং করছে। বর্তমানে মোটা চালের দাম কিছুটা বাড়লেও সরু চালের দাম নিয়ন্ত্রণে আছে। বিশ্ব পরিস্থিতির কারণে সয়াবিন তেলের দাম বাড়ছে। কয়েক মাস আগে অতিবৃষ্টির কারণে কৃষিপণ্যের ব্যাপক ক্ষতি হয়েছে। এ কারণে বতর্মানে সবজীর বাজার দর কিছুটা বেশি।

শনিবার (৫ মার্চ) দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। দেলদুয়ার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।

নতুন নির্বাচন কমিশনের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে অংশ নেয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ক্ষমতায় আসতে হলে তাদের অবশ্যই জনগণের সমর্থন নিয়ে আসতে হবে। বিএনপি সব সময় ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করেছে। আওয়ামী লীগ কখনও ষড়যন্ত্র করে ক্ষমতায় আসেনি। সবসময় নির্বাচনে অংশ নিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়েই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে।

দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি, আহসানুল ইসলাম টিটু এমপি, ছানোয়ার হোসেন এমপিসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সম্মেলনে দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সব ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

You might also like