বিশ্ব পানি দিবস

১৪৩

“সবার জন্য নিরাপদ পানি” এই প্রতিপাদ্যে দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে বিশ্ব পানি দিবস। দিবসটি উপলক্ষে সকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।

এদিকে, বগুড়ার শেরপুরে বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা হয়। র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী সেখসহ বিশিষ্টজনরা। জামালপুরেও দিবসটি উপলক্ষে হয়েছে র‌্যালি ও আলোচনা সভা।

 

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি