বিয়ে করতে যাচ্ছেন মেহজাবিন

১,০৫৯

বিয়ে করেছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। বর্তমানে ঈদের নাটক-টেলিছবির কাজ নিয়ে তুমুল ব্যস্ত সময় পার করছেন। এবার ঈদেও অভিনয় করেছেন বেশকিছু জনপ্রিয় নাটক-টেলিছবিতে। এরইমধ্যে গেল কয়েকদিন ধরেই শোবিজে ভাসছে মেহজাবিনের বিয়ের গুঞ্জন।

বলা হচ্ছে পাত্র রেডি। এর আগে গুঞ্জন ছিল, জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজিবের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। নতুন গুঞ্জন উঠেছে তাঁর সঙ্গেই গাঁটছাড়া বাধছেন এ অভিনেত্রী।

অনেকদিনের পরিচয়ের হাত ধরে প্রণয়ে আবদ্ধ হন মেহজাবিন-আদনান। সেই সম্পর্কের পরিণতিতেই একে অপরের গলায় দাম্পত্যের মালা দিতে যাচ্ছেন তাঁরা।

তবে কবে বিয়ে করছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি। সূত্র বলছে, দুজনের মধ্যে সম্পর্কটা অনেকদিনের। দুজনের পরিবারের মধ্যেও জানাশোনা। তাই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াচ্ছে।

এই অভিনেত্রী ও নির্মাতার কাছের অনেক সহকর্মীও বিয়ের ব্যাপারটি জানেন। তবে মেহজাবিন ও আদনানের আপত্তির কারণেই কেউ বিষয়টি প্রকাশ করেন না।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like