বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

১০৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাবিবপুর এলাকায় মজিরন বেগম (৬৫) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে ডাকাত সদস্যরা। শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার হাবিবপুর গ্রামের সাইফুলের বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। মজিরন বেগম এলাকার মৃত হযরত আলীর স্ত্রী ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে ২০/২৫ জনের একদল ডাকাত বাড়ির ছাদে উঠে ভেতরে প্রবেশ করে। টের পেয়ে বাড়ির বৃদ্ধা চিৎকার শুরু করলে ডাকাত সদস্যরা  মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়। এসময় মজিরন বেগম এক ডাকাত সদস্যকে আটক করার চেষ্টা করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

এঘটনায় পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like