বেগমগঞ্জে মাছের বাক্স থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী বাজারে নিখোঁজের ৩ দিন পর একটি পরিত্যক্ত ঘরে রাখা মাছের বাক্স থেকে ইমরান হোসেন নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানান, গত ২১ আগস্ট নিজ গ্রাম থেকে ইমরান নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর স্থানীয় লোকজন ছয়ানী বাজারের একটি পরিত্যক্ত ঘরে রাখা মাছের বাক্স থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি