বেদখলকৃত প্রায় কোটি টাকার জমি উদ্ধার

১১১

বাউফলে উপজেলা ভূমি অফিস সংলগ্ন বেদখলকৃত প্রায় কোটি টাকার জমি উদ্ধার করা হয়েছে। বৃহষ্পতিবার বেলা ১০ টার দিকে অবৈধভাবে দখল করা ওই জমিতে উচ্ছেদ অভিযান শুরু করে জমি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, এলাকার প্রভাবশালী টিটু হাওলাদার নামের এক ব্যাক্তি বাউফল পৌর শহরের মূল কেন্দ্রে ১ নং খাস খতিয়ানের ৪৫ শতাংশ জমি দখল করে রাতারাতি সেমি পাকা ভবন নির্মাণ করেন।

এখবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার বৃহষ্পতিবার বেলা ১০ টার দিকে ভূমি অফিসের লোকজন ও পুলিশসহ উচ্ছেদ অভিযান শুরু করেন। প্রায় ৩ ঘন্টা অভিযান চালিয়ে সরকারি জমি উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পিজুস চন্দ্র দে বলেন, রাতের আঁধারে সরকারি জমি দখল করে বাউন্ডারি দিয়ে সেমি পাকা ভবন নির্মাণ করা হয়েছিল। উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রায় কোটি টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like