বেনাপোলে ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় বস্ত্রের চালান আটক

৯৭

বেনাপোল সীমান্তের বৃত্তিআচড়া মাঠ থেকে বিপুল পরিমাণ ভারতীয় জামদানি ও বেনারশি শাড়ী থ্রী পিসসহ বস্ত্রের চালান আটক করেছে বিজিবি। তবে এসময় কাউকে আটক করা যায়নি ।

যশোর ৪৯বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন ভারত থেকে বিপুল পরিমান বস্ত্রের চালান চোরাইপথে বেনাপোল সীমান্ত দিয়ে আমদানি করা হয়েছে।

রোববার সকালে বিজিবির একটি দল সীমান্তের বৃত্তিআচড়া এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্ত্রের চালান ফেলে পালিয়ে যায় তারা। উদ্ধার করা হয় ভারতীয় শাড়ী থ্রী পিসসহ মালামাল। যার মূল্য ৩০ লাখ টাকা বলে জানান তিনি

কাপড়ের চালান কাষ্টমসে জমা দেওয়া হয়েছে বলে জানায় বিজিবি।  ঈদ উপলক্ষে বেড়ে গেছে চোরাচালানী। তবে বিজিবির কঠোর নজরদারীতে আটক হচ্ছে বস্ত্র অস্ত্র মাদক সহ চোরাই পন্য এমনটাই জানান বিজিবি কর্মকর্তা।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like