বেনাপোল দিয়ে বাড়ছে আমদানি-রফতানি

৯০

দেশের প্রধান স্থলবন্দর বেনাপোল দিয়ে বাড়ছে আমদানি-রফতানি। এতে সরকারেরও বাড়ছে রাজস্ব আয়।

আমদানি-রফতানিকারক সমিতির যুগ্ম-সম্পাদক মহাসিন মিলন ও বন্দর সহকারী পরিচালক আব্দুল জলিল জানান, বেনাপোল দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে রফতানি বেড়েছে কয়েকগুণ।

বছর দুয়েক আগেও যেখানে প্রতিদিন ৩০-৫০ ট্রাক পণ্য রফতানি হতো সেখানে বর্তমানে যাচ্ছে ২শ থেকে আড়াইশ ট্রাক পণ্য।  তবে এ বন্দর দিয়ে চাল ও পেঁয়াজ আমদানি সচল হলে আমদানি বাণিজ্য আরো বাড়বে বলে জানান তারা।

এদিকে, আমদানি-রফতানি বাড়লেও বন্দরের অবকাঠামাগত উন্নয়ন কম হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।  জায়গা সংকটের কারণে খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার পণ্য।  তাই বন্দরের অবকাঠামো উন্নয়নের জোর দাবি জানান তারা।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like