বেনাপোল দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু

১০০

বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আবারো পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

ভারত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর প্রথম দফায় রোববার বিকেলে ৩টি ট্রাকে ৮ টন পেঁয়াজ এসেছে। খুলনার আমদানিকারক হামিদ এন্টারপ্রাইজ এ তথ্য নিশ্চিত করে।

এছাড়া আরো শতাধিক ট্রাক বেনাপোলের ওপারে অপেক্ষায় রয়েছে। প্রতি টন পেঁয়াজ আমদানি হচ্ছে ২৮০ থেকে ৩৮০ ডলারে।

এদিকে, ভারতীয় পেঁয়াজ যাতে দ্রুত সময়ে খালাস করে গন্তব্যে পাঠানো যায় এজন্য অতিরিক্ত শেড প্রস্তুতসহ সব প্রস্তুতি নিয়েছে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like