বেনাপোল সীমান্ত থেকে ১২টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

৮২

যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে ১২টি স্বর্ণের বার সহ আব্দুর রহিম নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক আব্দুর রহিম বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের পূর্বপাড়ার মোঃ ইউসুফ আলীর ছেলে।

বুধবার পুটখালী সীমান্ত থেকে তাকে আটক করা হয়। এ সময় অভিনব কৌশলে তার কাছ থেকে ১২০ বোতল ফেনসিডিল সহ একটি বাইসাইকেল ও ইজ্ঞিনচালিত ভ্যান উদ্ধার করা হয়। ২১ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সৈয়েদ সোহেল আহম্মেদ জানায়, গোপন খবরের ভিত্তিতে ভারতে পাচারকালে বেনাপোলের পুটখালী গ্রামের পূর্বপাড়া সীমান্ত থেকে সোনার চালান সহ পাচারকারী রহিমকে আটক করা হয়। আটক দুই পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like