বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গবেষণা, শিক্ষার মান বাড়াতে হবে: শিক্ষা উপমন্ত্রী
দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান বৃদ্ধিতে সরকারের পাশাপাশি নিজ নিজ প্রতিষ্ঠানকে উদ্যোগী হওয়ার তাগিদ দিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
রবিবার সকালে নগরের টাইগারপাস সংলগ্ন নেভি কনভেনশন সেন্টারে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যারা বাণিজ্যিক চিন্তা ভাবনায় এখনও প্রতিষ্ঠান পরিচালনা করছে, তাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। এছাড়া, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে জ্ঞান সৃষ্টি ও গবেষণার বিষয়টি ভেবে দেখার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যায়ের ৬টি অনুষদের স্নাতক ও স্নাতকোত্তরসহ মোট ১ হাজার ১১২ শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি