বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা
বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের জন্য কোরবানি ব্যতীত সর্বনিম্ন প্যাকেজ মূল্য ৪ লাখ ৬৩ হাজার ৭শ ৪৪ টাকা নির্ধারণ করেছে হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ হাব।
বৃহস্পতিবার (১২ মে) রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা অনুষ্ঠানে এমনটি জানানো হয়।
অনুষ্ঠানে হাব আরও জানায়, হজ এজেন্সি গুলো স্ব স্ব প্যাকেজ ঘোষণা করতে পারবে, তবে হাব ঘোষিত প্যাকেজের নিচে কোনও প্যাকেজ মূল্য ঘোষণা করা যাবে না।
প্রত্যেক হজ যাত্রীর জন্য স্বাস্থ্যপরীক্ষা, মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা প্রতিষেধক টিকা, কোভিড ১৯ ভ্যাক্সিন ও বুস্টার ডোজ গ্রহণ এবং যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর পরীক্ষার নেগেটিভ সনদ নিতে হবে বলেও জানায় হাব।
কোরবানির জন্য প্রত্যেক হজ যাত্রীকে ১৯ হাজার ৬৮৩ টাকা পৃথকভাবে সাথে নেয়ার কথা জানানো হয়।
এছাড়াও আগামী ১৮ মের মধ্যে এজেন্সিকে হজ প্যাকেজের সব টাকা জমা দিতে বলা হয়।
এর আগে, বুধবার (১১ মে) সরকারি ব্যবস্থাপনায় হজ গমনেচ্ছুদের জন্য প্যাকেজ ঘোষণা করে সরকার। এবার প্যাকেজ-১-এ ব্যয় ধরা হয়েছে পাঁচ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা, প্যাকেজ-২-এ এই খরচ চার লাখ ৬২ হাজার ২১৫ টাকা। দুই প্যাকেজেই গত বছরের তুলনায় হজ-যাত্রীদের খরচ বাড়ছে ১ লাখ টাকার বেশি।
বুধবার সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল ইসলাম এই হজ প্যাকেজ ঘোষণা করেন।