বেসরকারি হাসপাতালগুলোকে এগিয়ে আসার অনুরোধ রেজাউল করিম চৌধুরীর

১২৭

সময়ের প্রয়োজনে সাহসিকতা নিয়ে রোগীদের সুচিকিৎসার জন্য, বেসরকারি হাসপাতালগুলোকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন, আওয়ামী লীগ মনোনীত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী।

যেকোন পরিস্থিতিতে একজন রোগীকে সেবা দেয়া হাসপাতাল ও চিকিৎসকের নৈতিক এবং মানবিক দায়িত্ব। তাই করোনার ভয়াবহ পরিস্থিতিতে সকল প্রকার দল, মত ও ভেদাভেদের উর্ধ্বে উঠে রোগীকে চিকিৎসা সেবা দিয়ে মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

গণমাধ্যমকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, আইসিউসহ কৃত্রিম শ্বাসযন্ত্র ও অক্সিজেন সরবরাহ সুবিধার তুলনায় সংক্রমিত রোগীর সংখ্যা অনেক বেশি হওয়ায় সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকারি হাসপাতালগুলো।

এ অবস্থায় বেসরকারি হাসপাতালগুলো তাদের নৈতিক দায়িত্ববোধ থেকেই এগিয়ে আসবে রোগীর সেবায় বলেও প্রত্যাশা জ্ঞাপন করেন তিনি।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like