বোয়ালখালীতে সরকারি খাস জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ
বোয়ালখালীতে সরকারি খাস জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।
গত কয়েকদিন ধরে পশ্চিম গোমদন্ডী এলাকায় প্রভাবশালী এক ভুমিদস্যু নিয়ম নীতির তোয়াক্কা না করে বহুতল ভবন নির্মাণের কাজ করছেন। এ ব্যাপারে বোয়ালখালীর সহকারী কমিশনার একরামুল ছিদ্দিক জানান, ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি