ব্যাটিং ব্যর্থতায় অস্বস্তিতে বাংলাদেশ

সিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ হয়েছে। জিম্বাবুয়ের ২৮২ রানের জবাবে প্রথম ইনিংস মাত্র ১৪৩ রানে গুটিয়ে গেছে টাইগারারা। ফলোঅন এড়াতে পারলেও হার এড়াতে অসম্ভব কিছু করতে হবে স্বাগতিকদের। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে মাত্র ১ রান যোগ করার পর বেল তুলে নেন আম্পায়ার। ১৪০ রানে এগিয়ে থাকায় স্বস্থির ঢেঁকুর তুলেই মাঠ সফরকারীরা।

১০৯

দ্বিতীয় সেশনে ব্যাটিং বিপর্যয় ছিলো বাংলাদেশের। দ্বিতীয় সেশনে শুরু হওয়া এই ধারা বজায় ছিলো তৃতীয় সেশনেও। জিম্বাবুয়েকে ২৮২ রানে আটকে রাখার পর খেলতে নেমে ১৯ রানে ফেরেন ৪ ব্যাটসম্যান। জিম্বাবুয়ে পেসার টেন্ডাই চাতারার বোলিংয়ে হয় শুরুর সর্বনাশ। তার আগ্রাসী বোলিংয়ে ৪৯ রানে পঞ্চম উইকেট পতন ঘটলে পুরোপুরি ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় স্বাগতিকরা। আরেক পেসার কাইল জার্ভিসও ছিলেন তার সঙ্গী।

জিম্বাবুয়ের পক্ষে ১৯ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন তেন্ডাই চাতারা। ৩৫ রান দিয়ে সমান তিন উইকেট পান সিকান্দার রাজাও। আর ২৮ রানে কাইল জারভিসের শিকার ২ উইকেট।

এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৮২ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ৫ উইকেটে ২৩৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল সফরকারীরা। কিন্তু রবিবার সকালে বাকি পাঁচ উইকেট নিয়ে মাত্র ৪৬ রান তুলতে পারে জিম্বাবুয়ে।

বাংলাদেশের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন তাইজুল ইসলাম। প্রথম দিন ২ উইকেট পান তিনি। দ্বিতীয় দিন ৫ উইকেটের চারটিই গেছে তার ঝুলিতে। মোট ১০৮ রান দিয়ে ৬ উইকেট দখল করেন তিনি। ২৩ রান দিয়ে দুটি উইকেট শিকার নাজমুল অপুর। ফাস্ট বোলার আবু জায়েদ রাহী নেন একটি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ১১৭.৩ ওভারে ২৮২ (আগের দিন ২৩৬/৫) (মুর ৬৩*, চাকাভা ২৮, ওয়েলিংটন মাসাকাদজা ৪, মাভুটা ৩, জার্ভিস ৪, চাটারা ০; আবু জায়েদ ২১-৩-৬৮-১, তাইজুল ৩৯.৩-৭-১০৮-৬, আরিফুল ৪-১-৭-০, মিরাজ ২৭-৮-৪৫-০, নাজমুল অপু ২৩-৬-৪৯-২, মাহমুদউল্লাহ ৩-০-৩-১)

বাংলাদেশ ১ম ইনিংস: ৫১ ওভারে ১৪৩ (লিটন কুমার দাস ৯, ইমরুল কায়েস ৫, মুমিনুল হক ১১, নাজমুল শান্ত ৫, মাহমুদউল্লাহ রিয়াদ ০, মুশফিকুর রহিম ৩১, আরিফুল হক ৪১*, মেহেদী মিরাজ ২১, তাইজুল ৮, নাজমুল ইসলাম ৪, রাহী ০; কাইল জার্ভিস ১০-২-২৮-২, চাতারা ১০-৪-১৯-৩, সিকান্দার রাজা ১২-২-৩৫-৩, শন উইলিয়ামস ৪-০-৫-১।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like