ব্যাপক গোলাবর্ষণ ও বিস্ফোরণে কাঁপছে কিয়েভ

১৮

ইউক্রেনে রুশ হামলার তৃতীয় দিনে রাজধানী কিয়েভের নিয়ন্ত্রণ নিতে শহরের বিভিন্ন রাস্তায় ভয়াবহ গোলাবর্ষণ শুরু হয়েছে। একাধিক বিস্ফোরণ ও উভয় পক্ষের সেনাদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। দেশটির বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

কিয়েভ কর্তপক্ষের এক বিবৃতিতে বলা হয়, এই মুহূর্তে রাজধানীর রাস্তাগুলোতে প্রচুর গোলাগুলি হচ্ছে। এসময় শহরের বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। এমনকি বাড়ির বেলকুনি ও জানালার পাশে যাওয়া থেকেও বিরত থাকতে বলা হয়।

এদিকে প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সামরিক বাহিনী রাজধানী কিয়েভের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে, তা প্রতিহত করার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে দেয়া এক পোস্টে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রুশ বাহিনীর ওই হামলা ব্যর্থ করে দেয়া হয়েছে। তবে বিবিসি স্বাধীনভাবে এমন দাবির বিষয়ে নিশ্চিত হতে পারেনি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি বলছে, কিয়েভে রাশিয়ার কামান হামলার শব্দ এত বেশি যে, শহরের কেন্দ্রস্থল থেকে কয়েক মাইল দূরেও শব্দ শোনা যাচ্ছে।

এছাড়াও, ভাসিলকিভের একটি বিমানঘাঁটির কাছে প্রচণ্ড লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। ধারণা করা হচ্ছে, রুশ সেনারা কিয়েভে হামলার জন্য এই বিমানঘাঁটি ব্যবহারের চেষ্টা করছে।

এদিকে বিবিসি জানিয়েছে, কিয়েভের মাইদান স্কয়ারসহ বেশ কিছু এলাকার কাছাকাছি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়াও কিয়েভের কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রের দখল নিতেও রুশ ও ইউক্রেনের সেনাদের মধ্যে সংঘর্ষ চলছে। রুশ সেনারা রাজধানীর সিএইচপি-৬ বিদ্যুৎ কেন্দ্র দখলের চেষ্টা করছে। যা পুরো কিয়েভকে অন্ধকারাচ্ছন্ন করে দিতে পারে বলে জানিয়েছে বিবিসি।

এদিকে, ফক্স নিউজের বিদেশী সংবাদদাতা ট্রে ইংস্ট জানান, কিয়েভে আক্রমণ শুরু হয়েছে। বর্তমানে শহরের বিভিন্ন দিক থেকে এই আক্রমণ পরিচালনা করছে রুশ সেনারা।

এছাড়া, ইউক্রেনের অন্যান্য অঞ্চলেও জোরালো হয়ে উঠেছে দুই পক্ষের সংঘর্ষ। পশ্চিমা গণমাধ্যমগুলো জানাচ্ছে, কিয়েভের নেতৃত্বকে সরিয়ে দিতে ইউক্রেনের সেনাদের প্রতি আহ্বান জানিয়েছেন ভ্লাদিমির পুতিন।

You might also like