ব্রহ্মপুত্রে ভাসছিল যুবকের গলাকাটা মরদেহ
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেকের কাফুরদি এলাকায় ব্রক্ষপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, এলাকাবাসী ব্রক্ষপুত্র নদে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহটিটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের মর্গে পাঠায়। তার নাম পরিচয় এখনও জানা সম্ভব হয়নি।