ব্রাজিলে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৮

নিরাপত্তা বাহিনীর অভিযানে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অন্তত আট জন নিহত হয়েছেন।

স্থানীয় পুলিশ জানায়, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে শহরের ভিলা ক্রুজেইরো এলাকায় শুক্রবার বিকেলে এই অভিযান চালানো হয়। এবিসি নিউজের এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

নিহতদের সবাই মাদক চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত বলে দাবি করেছে পুলিশ। হত্যার উদ্দেশ্য না থাকলেও পুলিশকে আক্রমণ করায় তারা পাল্টা গুলি চালায় বলেও দাবি তাদের।

চলতি বছর মাদক ব্যবসার কেন্দ্রগুলোতে সহিংসতা বন্ধসহ নিরাপত্তা ফিরিয়ে আনতে বেশ কিছু পদক্ষেপ হাতে নেয় প্রশাসন। কর্তৃপক্ষ জানায়, কার্গো চুরিতে জড়িত গ্যাংয়ের বিরুদ্ধেও অভিযানে নেমেছেন তারা। এসব অভিযানে অবৈধ অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। তবে দেশটিতে পুলিশি অভিযানে হতাহতের সংখ্যা বাড়তে থাকার তীব্র সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো।

দেশটির নিরাপত্তা বাহিনীর এই অভিযানে গোলাগুলির সময় স্থানীয় বেশ কয়েকটি স্কুল এবং পারিবারিক স্বাস্থ্য ক্লিনিক বন্ধ করে দেয়া হয় বলে জানায় বেশ স্থানীয় কয়েকটি গণমাধ্যম।

You might also like