ব্রাজিলে ভারী বর্ষণে ৮ জনের মৃত্যু
ব্রাজিলের রিও ডি জেনিরো রাজ্যজুড়ে প্রবল বৃষ্টিপাতে ও ভূমিধসে ৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ১৩ জন। এ তথ্য জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।
দেশটির দক্ষিণ-পূর্ব রাজ্যের আটলান্টিক উপকূলের বিস্তৃত অংশে ঝড় আঘাত হানে। একাধিক এলাকায় ভূমিধসের ঘটনায় প্রাণহানি হয়েছে। এর মধ্যে পর্যটন শহর পারাটিতে ভূমিধসে ৫ সন্তানসহ এক মায়ের মৃত্যু হয়েছে।
দেশটির কংগ্রেস সদস্য মার্সেলো ফ্রেক্সো বলেছেন, মেসকুতা ও আংরা দে রেইস শহরে ভূমিধসে প্রাণ গেছে আরও দুজনের। ভূমিধসে অন্তত ১৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তিনি।
আরেক পর্যটন শহর আংরা দে রেইসে ভূমিধসে চাপা পড়ে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। অপরদিকে মেসকুতা শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি (৩৮) মারা গেছেন।
গত দু দিন ধরে রিও ডি জেনিরো রাজ্যে মুষলধারে বৃষ্টি হচ্ছে। গত শুক্রবার রাতে প্রচণ্ড ঝড়ের কারণে জলোচ্ছ্বাস দেখা দেয়। এতে শহরের অনেক রাস্তা তলিয়ে তীব্র স্রোতে অনেকের ব্যক্তিগত গাড়ি ভেসে গেছে। পাহাড়ি এলাকায় ভূমিধসে সেখানকার দরিদ্র অধিবাসীরা প্রতিবছর এ ধরনের ট্রাজেডির শিকার হন।