ব্রাদার মার্সেল এবং ফাদার পি বেনুয়া স্মরণে চিত্রাংকন প্রতিযোগীতা
শিল্পি শওকত জাহানের উদ্যোগে ব্রাদার মার্সেল এবং ফাদার পি বেনুয়া স্মরণে উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল বিকেলে সেন্ট প্লাসিডস স্কুল এন্ড কলেজে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় । এ সময় স্পেশাল র্আট স্কুল এর পরিচালক শিল্পি শওকত জাহান এর সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন স্কুলের প্রিন্সিপাল ব্রাদার সুব্রত লিও রোজারিও। বিশেষ অতিথি এলিট পেইন্ট গ্রুপ এর সিনিয়র জি. এম সুব্রত দেবসহ আরো অনেকে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি