ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাকচাপায় নিহত ২

১৬

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন আরো দুইজন।

সোমবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে ধরখার ইউনিয়নের তন্তর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নবীনগর উপজেলার মহেশপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে আব্দুল আওয়াল মিয়া (৫০) ও একই এলাকার হেকিম ব্যাপারির ছেলে ফয়েজ মিয়া (৪৫)।

পুলিশ জানায়, সকালে অটোরিকশা চালকসহ চারজন আখাউড়া থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাচ্ছিল। পথেই কুমিল্লা-সিলেট মহাসড়কের তন্তর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছানোর আগে ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী একটি ট্রাক পেছন দিক থেকে ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ছিটকে পড়ে ঘটনাস্থলে ২ জন মারা যান। আশঙ্কাজনক অবস্থায় অটোরিকশা চালকসহ দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

You might also like