ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দু’পক্ষের সংর্ঘষে নিহত এক, আহত ২০

৯৩

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে শামসুল হক চৌধুরী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশসহ আরো ২০ জন।

আজ (শুক্রবার) দুপুরে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, পরমানন্দপুর গ্রামের দেওয়ান গোষ্ঠী ও খাঁ গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

বৃহস্পতিবার রাতে খাঁ গোষ্ঠীর আইয়ুব খান ও তার ছেলেকে মারধর করে দেওয়ান গোষ্ঠীর লোকজন।

এ নিয়ে সেখানে উত্তেজনা দেখা দেয়। এরই জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এদিকে, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like