ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একটি বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১২টি দোকান পুড়ে গেছে।

মঙ্গলবার (৮ মার্চ) দিনগত রাত ১২টার দিকে উপজেলার সলিমগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। আগুন লাগার দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সলিমগঞ্জ বাজারের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে একে একে আশপাশের দোকানগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নবীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে এ অগ্নিকাণ্ডে বাজারের মুদি মাল, কনকনফেকশনারি, টেলিকম ও ইলেকট্রনিকসসহ বিভিন্ন পণ্যের ১২টি দোকান পুড়ে যায়।

নবীনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার দেবব্রত সরকার জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

You might also like