ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি সদস্য হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১০৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মেহারী ইউপি সদস্য ‘শওকত হোসেন’ হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।

সোমবার সকালে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানেই মানববন্ধন করে এলাকাবাসী। এতে বক্তব্য রাখেন, নিহত শওকত হোসেনের স্ত্রী শিউলী আক্তার, মেয়ে জিদনী আক্তার, অধ্যক্ষ জাফরুল হোসেন তালুকদার সহ অন্যরা। গত ৬ জুলাই পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে খুন হন শওকত হোসেন। ঘটনার দীর্ঘদিন পার হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। বক্তারা অবিলম্বে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like