ব্রাহ্মণবাড়িয়ায় গোকর্ণ-নবীনগর ব্রীজের নির্মান কাজ পরিদর্শনে এলজিইডির প্রধান প্রকৌশলী

১৪৪

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ব্রীজের নির্মাণকাজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রধান প্রকৌশলী মোঃ খলিলুর রহমান।

রবিবার সকালে সদর উপজেলার গোকর্ণ লঞ্চঘাট থেকে নবীনগর রসুলপুর পর্যন্ত ব্রীজটির নির্মাণকাজ ঘুরে দেখেন তিনি। পরিদর্শনকালে প্রকল্প পরিচালক মোস্তফা হাসান, নির্বাহী প্রকৌশলী মোঃ মিরাজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রায় ৩৩ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন ব্রীজটির কাজ শুরু হয় ২০১৬ সালের জানুয়ারি মাসে। চলতি বছরের ডিসেম্বরে কাজ শেষ হবার কথা রয়েছে।

নিউজ ডেস্ক/ বিজয় টিভি

You might also like