ব্রাহ্মণবাড়িয়ায় দিগন্ত পরিবহনের চাপায় এক নারী নিহত; আহত-১

৩২৪

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস দিগন্ত পরিবহনের চাপায় নাসরিন বেগম (২০) নামের এক নারী পথচারী নিহত হয়েছে। এ ঘটনায় তার বোন হোসনা বেগম (৩৫) আহত হয়। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের বিরাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসরিন জেলার বিজয়গর উপজেলার দত্তখোলা গ্রামের জহির মিয়ার মেয়ে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক মোঃ জিয়াউল হক জানান, বিকেলে জেলা শহরের কাউতলী মোড় থেকে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী লোকাল বাস বিশ্ব রোড়ের দিকে যাচ্ছিল। পথে বিরাসার এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পশ্চিম পাশে থাকা পথচারীদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে একজন নিহত হয় এবং আহত নারীকে স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like