ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীকে হত্যা দায়ে স্বামীর মৃত্যুদন্ড

৩৫০

ব্রাহ্মণবাড়িয়ায় পরকীয়ার অভিযোগে স্ত্রী জেসমিন আক্তার আঁখিকে (২৩) হত্যার দায়ে স্বামী জিসান চৌধুরী জিকু (২৮) কে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আজম এ রায় দেন।

মৃত্যুদন্ড প্রাপ্ত জিকু শহরের পাওয়ার হাউজ সড়ক সংলগ্ন নিউ মৌড়াইল এলাকার মোঃ ছানাউল্লাহ চৌধুরীর ছেলে। পরকীয়া প্রেমের অভিযোগে ২০১৩ সালের ২৭ আগষ্ট দুপুরে স্বামী জিসান চৌধুরী জিকু তাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে সে নিজেই সদর মডেল থানা পুলিশকে ফোন করে পরকীয়ার কারণে তার স্ত্রীকে হত্যার কথা জানান।

এ ঘটনায় ওইদিনই আঁখির বাবা বাদী হয়ে জিকুর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করলে সে আদালতে হত্যাকান্ড দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরবর্তীতে মামলায় জামিনে বের হওয়ার পর থেকেই পলাতক রয়েছেন জিকু। নিহত আঁখি ঢাকার ডেমরা এলাকার মুসলিম মুন্সির মেয়ে।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like