ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

১১১

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে শহরের পাইকপাড়ার বাসিন্দা অটোরিক্সার যাত্রী বিষ্ণুপদ দেব (৬৮) ও তার স্ত্রী অঞ্জু রানী দাস (৬০)।

নিহতের স্বজনরা জানান, বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে সুহিলপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা তিশা পরিবহনের একটি বাসের সাথে অটো রিক্সাটির মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন সরকার জানান, অটোরিক্সা ও বাসের মুখোমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক বাসটিকে আটক করা হলে ও চালক পালিয়ে গেছে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like