ব্রেন্টফোর্ডের ১০ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড চেলসি!

১০

শনিবার রাতে স্ট্রামফোর্ড ব্রিজে ব্রেন্টফোর্ডের কাছে ৪-১ গোলে হেরেছে চেলসি। আর তাতেই ৮৩ বছরের পুরানো লজ্জায় পড়লো থমাস টুখেলের দল। ব্রেন্টফোর্ডের হয়ে জোড়া গোল করেন জানেল্ট এবং বাকি দুই গোল করেন এরিকসেন ও ভিসার। ১৯৩৯ সালের পর আবার চেলসির বিপক্ষে জয় দেখলো ব্রেন্টফোর্ড।

ঘরের মাঠে বড় ব্যবধানে হারলেও গোটা ম্যাচ জুড়েই আক্রমণ চালিয়েছে চেলসি। ৭১ ভাগ বলের দখলের পাশাপাশি ২১টি শট নিয়ে মাত্র একবার লক্ষ্যভেদ করতে পেরেছে চেলসি। অন্যদিকে মাত্র ২৯ ভাগ বল দখল ও ১৭ টি শট নিয়ে চারবার লক্ষ্যভেদ করে ব্রেন্টফোর্ড।

প্রথমার্ধ ছিল গোল শূন্য। দ্বিতীয়ার্ধের শুরুতেই অ্যান্তনি রুদিগারের গোলে এগিয়ে যায় চেলসি। কিন্তু এরপরই শুরু হয় ব্রেন্টফোর্ড ঝড়। ৫০ থেকে ৬০, এই দশ মিনিটে তিন গোল করে চেলসিকে ম্যাচ থেকে ছিটকে দেয় ব্রেন্টফোর্ড।

৫০ মিনিটে জার্মান মিডফিল্ডার ভিতালি জানেল্টের গোলে সমতায় ফেরে ব্রেন্টফোর্ড। এরপর ৫৪ মিনিটে ক্রিস্তিয়ান এরিকসেন এবং ৬০ মিনিটে নিজের জোড়া গোল পূরণ করেন জানেল্ট। শেষ দিকে ৮৭ মিনিটে ইয়োনে ভিসার গোলে বড় জয় নিশ্চিত করে ব্রেন্টফোর্ড।