‘ব্লাড রোজ’ চলচ্চিত্রে নাবিলা ও মিথিলা!

৪০৮

সময়ের দুই প্রিয়মুখ নাবিলা ও মিথিলা। এবারই প্রথম কাজ করছেন একসঙ্গে। তাও একটি সিনেমায়।
‘ব্লাড রোজ’ নামের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে দেখা যাবে তাদের। এটি নির্মাণ করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা রেদওয়ান রনি।

তিনি জানান, থ্রিলার ঘরানার এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে আরও অভিনয় করছেন হালের জনপ্রিয় দুই গুণী অভিনেতা ইরেশ যাকের ও মনোজ কুমার।

রেদওয়ান রনি বলেন, ‘সম্পর্কের ঘুণপোকায় ক্ষয়ে যাওয়া জীবনের গল্প এটি। আবার বলা যায়, বন্দুক ও ফুলের গল্পও এটি। গল্প নিয়ে এর বেশি জানাতে চাই না। তবে এটুকু বলতে পারি, পর্দায় দর্শক টানটান উত্তেজনা দেখতে পাবে এই গল্পটির মাধ্যমে।’

উত্তরা ও খিলক্ষেতের কিছু লোকেশনে ‘ব্লাড রোজ’-এর শুটিং শুরু হবে চলতি সপ্তাহে। গল্পটি লিখছেন তাসনিমুল তাজ, চিত্রনাট্য করেছেন পরিচালনা নিজেই।

বেঙ্গল ক্লাসিক চা-এর পৃষ্ঠপোষকতায় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম আইফ্লিক্স-এ ছবিটি মুক্তি পাবে শিগগিরই।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like