বড়পুকুরিয়ায় তাপবদ্যিুৎ কেন্দ্রে স্থানীয় শ্রমিক নিয়োগের দাবীতে সড়কপথ অবরোধ

১০৯

দিনাজপুর  বড়পুকুরিয়ায়  তাপবদ্যিুৎ কেন্দ্রে স্থানীয় অভিজ্ঞ শ্রমিক নিয়োগের দাবীতে  অবরোধ কর্মসূচী হয়েছে। শনিবার সকাল থেকেই দিনাজপুর পার্বতীপুর মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা ।

এসময় সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। বড়পুকুরয়িা আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি হাববিুর রহমান হুঁশিয়ারি  দিয়ে বলেন, স্থানীয় ১৫৪জন অভজ্ঞি শ্রমকি কে নিয়োগ প্রক্রিয়া সর্ম্পন না করা র্পযন্ত আমাদের আন্দোলন চলবে। চলতি বছরে ৮ এপ্রিল বিদ্যু্ৎ উন্নয়ন র্বোড ২৪ জন শ্রমিককে নিয়োগের অনুমতি প্রদান করে। কিন্তু স্থানীয় র্স্বাথনেশী মহল নিয়োগে বাঁধা প্রদান করলে বড়পুকুরিয়া তাপবদ্যিুৎ কন্দ্রের র্কতৃপক্ষ নিযোগ প্রক্রিয়া স্থগিত করে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like