বড়পুকুরিয়ায় নয় দফা দাবীতে শ্রমিকদের আন্দোলন

১২০

দিনাজপুর বড়পুকুরিয়া তাপবদ্যিুৎ কেন্দ্রে স্থানীয় অভিজ্ঞ শ্রমিকদের নিয়োগের দাবীতে আন্দোলন করছে শ্রমিকরা।

শুক্রবার  সকাল থেকে শ্রমকিরা তাপ বদ্যিুৎ কেন্দ্র এলাকায় বিক্ষোভ মিছিল করে। এসময় বড়পুকুরিয়া আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি মোঃ হাববিুর রহমান হুঁশয়িারি দিয়ে বলেন, আজকের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করা না হলে মধ্যরাত থেকে রাজপথ-রেলপথ অবরোধ করা হবে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like