ভবিষ্যতে বাংলাদেশে গাড়ি নির্মাণ করা হবে- শিল্পমন্ত্রী

৮৯

শিল্পায়নে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতে বাংলাদেশেও গাড়ি নির্মাণ করা হবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহামুদ হুমায়ুন। গতকাল বিকেলে চট্টগ্রামের আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড  ট্রেড সেন্টারে আয়োজিত প্রগতি ইন্ড্রাষ্ট্রিজ লিমিটেডের কর্মকর্তাবৃন্দের সাথে মত বিনিময় সভায় এ মন্তব্য করেন মন্ত্রী।

এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশে আর বিদেশ থেকে গাড়ি এনে বিক্রি করবে না। এজেন্সিগুলো গাড়ির জন্য ছুটবে প্রগতির পিছনে। প্রগতি ইন্ড্রাষ্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান মিজানুর রহমানসহ আরো অনেকে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like