ভারতকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১২৫

অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে নির্ধারিত সময়ে ১-১ গোলে ম্যাচ ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-২ গোলে জয় পায় বাংলাদেশ।

নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্রেক্সে প্রথমার্ধে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ১৭ মিনিটে ভারতের পাত্রি হারসে শৈলেষের গোলে এগিয়ে যায় ভারত।

পিছিয়ে পড়া বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করে। ৩৭ মিনিটে নাজমুল আহমেদের শট গোলবারের উপর দিয়ে চলে যায়।
বিরতির পর বাংলাদেশের আক্রমণের ধার আরও বেড়ে যায়। ৫৮ মিনিটে ইবনে আহাদ শাকিলের কর্নারে সতীর্থের হেড সাইডবারের পাশ দিয়ে গেলে সুযোগ হাতছাড়া হয়।

বারবার আক্রমণ চালিয়েও গোল করতে ব্যর্থ হওয়ার পর স্বস্থির পেনাল্টি পায় বাংলাদেশ। ইনজুরি সময়ের তৃতীয় মিনিটের ওই পেনাল্টি থেকে সমতা ফেরানো গোল এনে দেন নিহাত জামান উচ্ছ্বাস। তাতে নির্ধারিত সময় শেষ হয় ১-১ গোলে।

আর টাইব্রেকারে দারুন দক্ষতা দেখান বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান। তাতে গতবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।

আগামী ৩ নভেম্বর শিরোপার লড়াইয়ে নামবে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ কে জানা যাবে পাকিস্তান ও নেপালের দ্বিতীয় সেমিফাইনাল শেষে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like