ভারতকে হারিয়ে স্বর্ণ জিতলো বাংলাদেশ
এশিয়া কাপ আর্চারি স্টেজ ওয়ানে রিকার্ভ এককে ভালো করতে পারেননি দেশসেরা আর্চার রোমান সানা। তবে রিকার্ভ মিক্সড ইভেন্টের ফাইনালে উঠে ভালো কিছু করার ইঙ্গিত দিয়েছিলেন। ফাইনালে নাসরিন আক্তারের সঙ্গে জুটি বেঁধে রোমান সানা সোনার পদক জিতেছেন ভারতকে হারিয়ে। স্বভাবতই রুপা পেয়েছে ভারত। আর ব্রোঞ্জ জিতেছে মালয়েশিয়া।
শনিবার থাইল্যান্ডের ফুকেটে রোমান সানা ও নাসরিন আক্তার জুটি ৫-৩ সেট পয়েন্টে হারিয়েছে ভারতের রিধি ও সালেঙ্কে জুটিকে। শুরুতে পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত রোমান ও নাসরিন চমকই দেখান। জিতে নেন এই টুর্নামেন্টে দেশের হয়ে প্রথম পদক।
গত শুক্রবার কোয়ার্টার-ফাইনালে রোমান-নাসরিন জুটি ৬-০ সেট পয়েন্টে হারিয়েছিলেন স্বাগতিক থাইল্যান্ডের জুটিকে। সেমিফাইনালেও আধিপত্য ধরে রাখেন দুজন, ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে দেন কাজাখস্তানের জুটিকে।
নাসরিনের সামনে আরও সোনা জয়ের সুযোগ আছে। রিকার্ভ মহিলা এককের ফাইনালে উঠেছেন এই আর্চার। আজই তার ইভেন্ট রয়েছে। ফাইনালে নাসরিনের প্রতিপক্ষ স্বদেশি দিয়া সিদ্দিকী। ফলে এই ইভেন্টের দুটি পদকই বাংলাদেশের নিশ্চিত।