ভারতের উপহারের ২০ রেল ইঞ্জিন এলো বাংলাদেশে
ভারত সরকারের উপহার দেয়া ২০টি ব্রডগেজ লোকোমোটিভ চুয়াডাঙ্গার দর্শনা রেলস্টেশনে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় লোকোমোটিভগুলো ভারতের পশ্চিমবঙ্গের গেদে রেলস্টেশন থেকে দর্শনা স্টেশনে এসে পৌঁছায়।
এ সময় দর্শনা রেলস্টেশনে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভারতের পক্ষে বক্তব্য রাখেন দেশটির রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হামিদ রেজা, ভারতের রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর অশোক কুমার বিশ্বাস, বাংলাদেশ রেলওয়ে ঈশ্বরদী জংশনের সিনিয়র প্রকৌশলী শাহেদসহ অনেকে।