ভারতের উপহারের ২০ লাখ ডোজ টিকা আসছে বৃহস্পতিবার
ভারত উপহার হিসেবে করোনাভাইরাসের যে ২০ লাখ ডোজ টিকা পাঠাচ্ছে, বুধবার নয় তা বৃহস্পতিবার বাংলাদেশে পৌঁছাবে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে এক সিনিয়র কর্মকর্তা এ তথ্য জানিয়েছে বলে ইউএনবির এক খবরে বলা হয়েছে।
এদিকে, দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলম সাংবাদিকদের বলেন, এসব টিকা স্বাস্থ্য অধিদপ্তরের সিএমএসডি, ইপিআই এবং তেজগাঁও হেলথ কমপ্লেক্সের কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা হবে।
এছাড়া ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম চালানের ৫০ লাখ ডোজ টিকা আগামী ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে আসার কথা রয়েছে। ক্রয় করা ওই টিকার আগেই ভারতের উপহারের টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ।