ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ১৩
ভারতে বাস ও ট্রাকের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ১৩ জন।
মঙ্গলবার সকালে মহারাষ্ট্রের বুলধানা জেলার নাগপুর-পুনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বাসটি পুনে থেকে বুলধানার মেহেকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।
আহতদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রাকটি একটি লজিস্টিক ফার্মের কাজে ব্যবহার করা হতো। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ ও হতাহতদের পরিচয় জানা যায়নি।