ভারত বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ : ত্রাণ প্রতিমন্ত্রী

১০৩

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান বলেছেন, ভারত বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ। মুক্তিযুদ্ধের সময় তারা যেমন আমাদের পাশে ছিল, ঠিক তেমনি রোহিঙ্গা সংকটেও আমাদের পাশে রয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বাংলাদেশস্থ ভারতীয় হাইকমিশনের উদ্যোগে কক্সবাজারের উখিয়ায় ক্যাম্প-৪-এ বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ামার নাগরিকদের মানবিক সহায়তা বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধনকালে একথা বলেন।

এ সময় মন্ত্রী আরো বলেন, আশ্রিত মিয়ানমার নাগরিকরা সম্মানের সাথে যাতে তাদের দেশে ফেরত যেতে পারে সে লক্ষ্যে কাজ করছে সরকার।

এ সময় ভারতীয় হাইকমিশনারও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার অভিমত ব্যক্ত করেন।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like