ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছেন রাজধানীবাসী। ১৯৫২ সালের এই দিনে বাংলা মায়ের বীর সন্তানেরা মাতৃভাষার সম্মান রক্ষার্থে বুকের রক্তে রঞ্জিত করেছিলেন ঢাকার রাজপথ। সেই ভাষা বীরদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে।
আজ সোমবার (২১ ফ্রেব্রুয়ারি) একুশের প্রথম প্রহর থেকে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাতে আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে।
বিশেষ ব্যক্তিরা শ্রদ্ধা জানানো পরপরই সর্বস্তরের মানুষের জন্য সব উন্মুক্ত করে দেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। এরপরেই স্বাস্থ্যবিধি মেনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শুরু হয়।
হাতে ব্যানার, ফুল ও পুষ্পমাল্যসহ শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর নানান উপকরণ হাতে নিয়ে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন সব শ্রেণি-পেশার মানুষ। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন বিভিন্ন পেশার মানুষ।
মিরপুর থেকে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন মামুন। তিনি জানান, ‘দীর্ঘ লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও শ্রদ্ধা জানাতে পেরে ভালো লাগছে।’
ঢাকা কলেজের শিক্ষার্থী বাপ্পি বলেন, ‘ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের ঋণ কখনো শোধ করা যাবে না। তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে এসেছি।’
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান শ্রদ্ধা জানাতে এসে জানালেন, ‘আমাদের ভাষা চর্চার মধ্য দিয়ে রক্ষা করতে হবে। ১৯৫২ সালে যারা রক্ত দিয়ে গিয়েছেন আমাদের কাছে এই ভাষা তাদের আমানত। এটা রক্ষ করাটাও আমাদের কর্তব্য।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের সভাপতি বলেন, ‘বিশ্বে একমাত্র বাংলাভাষার জন্যই শহীদেরা নিজের জীবন ত্যাগ করেছেন। তাদের ত্যাগের জন্যই বাংলাভাষা এবং বাংলাদেশ আজ বিশ্বসভায় মর্যাদাপূর্ণ আসন করে নিয়েছে। শহীদদের এই ত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা।’