ভিজিএফ এর চাল আত্মসাতের অভিযোগে মানববন্ধন
কিশোরগঞ্জের গুজাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে ভিজিএফ- এর চাল আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার সকালে গুজাদিয়া বাজারে এ মানববন্ধন হয়। এলাকাবাসী অভিযোগ করে বলেন, ঈদ উপলক্ষে গুজাদিয়া ইউনিয়ন প্রায় ১ হাজার ৩ জনের জন্য চাল বরাদ্দ পায়। শুরুতে হতদরিদ্র অল্প কয়েকজনকে চাল দিয়েই বিতরণের সমাপ্তি ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান রফিকুল। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগও করেন এলাকাবাসী। এ ঘটনায় এলাকাবাসী দ্রুত তার বিচারের দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন, গুজাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হান্নান, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদসহ অন্যরা।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি