ভূমিধসের শঙ্কায় ৭০০ পরিবারকে সরিয়ে নেওয়া হচ্ছে আশ্রয়কেন্দ্রে
ভারি বর্ষণে ভূমিধসের শঙ্কায় পাহাড়ের পাদদেশে মৃত্যুঝুঁকি নিয়ে বসবাসরত ৭০০ পরিবারকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
সোমবার এসব পরিবারের প্রায় ২ হাজার মানুষকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়। আবহাওয়া অধিদফতর থেকে ভূমিধসের সতর্কতা জারির পর শনিবার ৮টি আশ্রয়কেন্দ্র চালু করে জেলা প্রশাসন। পাশাপাশি নগরের সরকারি ও বেসরকারি মালিকানাধীন ১৭টি ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে মৃত্যুঝুঁকি নিয়ে বসবাসরত কয়েক হাজার লোকজনকে সরাতে মাইকিং, উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি