ভূ-গর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমানোর তাগিদ প্রধানমন্ত্রীর
ভূ-গর্ভস্থপানির ওপর নির্ভরশীলতা কমানোর তাগিদ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পানির সংকট কাটাতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলেও জানান মাননীয় প্রধানমন্ত্রী।
বুধবার (১৬ মার্চ) দুপুরে চট্টগ্রাম ওয়াসা বাস্তবায়িত শেখ হাসিনা পানি শোধনাগার-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেন মাননীয় প্রধানমন্ত্রী।
মাননীয় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি চট্টগ্রাম। তাই এই বন্দর নগরীর উন্নয়নে নানা ধরণের পদক্ষেপ নিয়েছে সরকার। নগরের সৌন্দর্য রক্ষা করে ব্যবসা বাণিজ্যের জন্য শিল্প কলকারখানার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও জানান, যারাই শিল্প কলকারখানা গড়ে তুলবে বর্জ্য ব্যবস্থাপনার ওপর বিশেষ নজর দিতে হবে। বৃষ্টির পানি ও বর্ষাকালে নদীর পানি সংরক্ষণ করে কাজে লাগাতে হবে। কর্ণফুলি নদী যেন কোনভাবে দূষিত না হয় সে বিষয়ে বিশেষ নজর রাখতে হবে বলেও জানান মাননীয় প্রধানমন্ত্রী।
ঢাকায় পানির সংকট নেই এমনটি জানিয়ে সরকারপ্রধান বলেন, এই সরকার ক্ষমতায় এসে পানি সংকট নিরসনে নানা ধরণের পদক্ষেপ নিয়ে তা বাস্তবায়ন করেছে।