ভেড়ামারায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
কুষ্টিয়ার ভেড়ামারার ১২ মাইলে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাজ্জাদ হোসেন মিন্টু ও শারমিন খাতুন নামে দুইজন নিহত হয়েছেন।
শনিবার (৩ ডিসেম্বর) উপজেলার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, সকালে, নওপাড়া নিজ বাড়ি থেকে সাজ্জাদ হোসেন মিন্টু ও তার চাচাতো ভাইয়ের স্ত্রী শারমিন খাতুন, মোটরসাইকেলযোগে কর্মক্ষেত্রে যাওয়ার পথে উপজেলার ১২ মাইল মহাসড়কে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান।
তবে, পরিবারের পক্ষ থেকে কোনো দাবি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।