ভৈরবের কালিকাপ্রসাদে ট্রাক-সিএনজি অটোরিক্সার সংঘর্ষে তিনজন নিহত

১১৭

কিশোরগঞ্জের ভৈরবের কালিকাপ্রসাদে ট্রাক-সিএনজি অটোরিক্সার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।

ভৈরব হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহম্পতিবার দুপুরে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ভৈরবগামী যাত্রীবাহী সিএনজি অটোরিক্সার সাথে, কিশোরগঞ্জগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই সিএনজির একযাত্রী নিহত হন।

পরে, খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে সিএনজির আরো ২ জন যাত্রী মারা যান।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like