ভৈরবে নকল কয়েল তৈরী ও বাজারজাত ২ প্রতিষ্ঠানকে জরিমানা

৪৮

কিশোরগঞ্জের ভৈরবে নকল কয়েল তৈরী ও বাজারজাত করার অপরাধে ২ কারখানাকে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা ও মালামাল ধব্বংসসহ গোডাউন সিলগালা করেছে ভ্র্যাম্যমান আদালত ।

গতকাল শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত শহরের জগন্নাথপুর ও শম্ভুপুরে ২ টি কয়েল কারখানায় অভিযান চালায় ভ্র্যাম্যমান আদালত । এ সময় নকল ২শ ২০ কার্টুন কয়েল ও বিভিন্ন ব্যান্ডের ১ লাখ পিচ কার্টুন আগুনে পুড়িয়ে ধব্বংস করা হয় ।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা। এসময় অভিযানে ভৈরব থানার ওসি মোঃ শাহিনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

You might also like